মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা

আমাদের নিকলী ডেস্ক ।।

মালয়েশিয়ায় আলামিন (২০) নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে নিহতের বাড়ি বাংলাদেশের কোন জেলায় তা জানা যায়নি। মালয়েশিয়ায়ার কেলানতানের গোয়া মোসাং শহরের সেনডোরপ লোজিংয়ের একটি সবজি ক্ষেতে কর্মরত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ নিহতের লাশ সবজি খেতে থেকে উদ্ধার করে।

গোয়া মোসাং পুলিশ প্রধান মোহাম্মদ তাওফীক মাইডিন জানান, সকালে সবজি ক্ষেতে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পোনডক লোজিং পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয় স্থানীয়রা। পরে পুলিশ ওই বাংলাদেশিকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতের গলায় কয়েকটি কোপানোর দাগ রয়েছে।

তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোয়া মোসাং হাসপাতালে রাখা হয়েছে।

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!