ধামইরহাটে সমাজসেবক মফিজ উদ্দিনের তালবীজ ও চারা রোপন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে দক্ষিণ চকযদু গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, সমাজসেবক ও মা ফার্নিচারের স্বত্বাধিকারী মফিজ উদ্দিনের উদ্যোগে ২ লাখ তালবীজ এবং ৫ হাজার ফলদ, বনজ ও চারা রোপন কাজের উদ্বোধন করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলার ঐতিহাসিক কুলফৎপুর গণকবর এলাকায় ২ লাখ তালবীজ এবং ৫ হাজার ফলদ, বনজ ও চারা রোপন কাজের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আকতার, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, প্রধান শিক্ষক পলাশ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোজাম্মেল হক, সাংবাদিক রেজুয়ান আলম, রাসেল মাহমুদ প্রমুখ। কর্মসূচির উদ্যোক্তা মফিজ উদ্দিন জানান, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে অকাল মৃত্যু রোধে এই কর্মসূচি হাতে নিয়েছি, আগামী ১ মাসের মধ্যে উপজেলার সকল স্থানে এসব তালবীজ ও চারা রোপন সম্পন্ন করা হবে।

Similar Posts

error: Content is protected !!