তরুণ জাগরণ
মোহাম্মদ সাব্বির হোসেন
হে তারুণ্য, জীবনের পথে প্রাণকে কর সতেজ
হইও না কখনো ভয়ে ভীরু হইও না নিস্তেজ;
চলার পথে কখনো তুমি নিও না পিছুটান
হাল ছেড় না জীবনে কভু দুর্বার হও রুক্ষ কর প্রাণ।
সমাজ যে আজ গেল রসাতলে ধরলো এ কোন আকার
হেরি চুপে আজ একি চারপাশ ঘোর অন্ধকার!
কে দেখিবে সমাজকে আজ কি তার অবস্থান?
তবে দেখবে তারা আছে যারা এই বাংলার সন্তান।
হে তারুণ্য, জীবনের পথে নিভয়ে তুমি উঁচু কর শির
দেশের তরে কর যৌবন দান তবে হবে শ্রেষ্ঠ বীর
পথ হারালেও নেই কো ভয় সে যে তোমার অহংকার
দেশের তরে যেথায় যাবে সে যে তোমার সংসার।
হে তারুণ্য, ভিন্ন তোমরা হইও না কেহ একত্র হও সবে
হাতে রেখে হাত দিয়ে দাও বাধ ঐক্য হবে তবে
ভয় পাওয়া ওসব ভীরুর কথা শুনো না কেউ
ভয় দেখানো কুকুর তারা আড়ে থেকে করবে শুধু ঘেউ।
হে তারুণ্য, মনের উল্লাসে গাও না দেশের গান
গান গেয়ে সব দেশের লোকের জোরাও না পরাণ!
তবে ওদের কথায় দিও না সাড়া হও সবে উদ্দীপন
দাও সবে দুর্জয় পারি অর্জন করে বিজয় নিশান কর উত্তোলন।।
দেশের তরে হও জাগরণ!!