আমাদের নিকলী ডেস্ক ।।
ভেজালবিরোধী অভিযানে কিশোরগঞ্জের বাজিতপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাটুলিঘাট বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আমির খসরুসহ জেলা পুলিশ সদস্যরা।
ইব্রাহীম হোসেন সংবাদমাধ্যমকে জানান, ঢাকার ঠিকানা সম্বলিত বিভিন্ন লেবেল ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে কারখানার মালিক আব্দুর রউফকে ২০ হাজার ও অনুমোদনহীন ড্রিংকস বিক্রির অপরাধে ভাই ভাই স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জব্দ লেবেল পুড়িয়ে এবং আইসক্রিম ও ক্ষতিকর রং গর্তে ফেলে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
সূত্র : বাংলানিউজ২৪