আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাসচাপায় শাহেন শাহ (৩০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেন শাহ উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে ও কিশোরগঞ্জ আদালতের একজন আইনজীবী।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ আদালতে যাচ্ছিলেন শাহেন শাহ। পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদীর মধ্যপাড়া বাজার এলাকায় কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার সংবাদমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র : বাংলানিউজ২৪