নিকলীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ।।

জামায়াত-বিএনপি পরিবারের বা সমর্থিত কোনো প্রার্থীকে কমিটিতে স্থান না দেওয়ার জন্য বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নিকলীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ। কোনো কারণে তারিখ পরিবর্তিত না হলে ৫ অক্টোবর শনিবার উপজেলা ছাত্রলীগের সম্মেলনের কথা রয়েছে।

নিকলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপরের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জামায়াত বা বিএনপি পরিবারের কোনো ব্যক্তিকে ছাত্রলীগের কমিটিতে স্থান না দিতে তারা নানা রকম শ্লোগান দেয়।

প্রতিবাদকারিদের কয়েকজন জানান, একটি চক্র বিশেষ সুবিধাপ্রাপ্ত হয়ে জামায়াত-বিএনপি পরিবারের কতিপয় ব্যক্তিকে ছাত্রলীগের কমিটিতে প্রধান পদ-পদবিতে অধিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে। এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনাকে কাচকলা দেখিয়ে চক্রটি যে সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছে আমরা জীবন দিয়ে হলেও সেই চক্রান্ত ধূলিস্যাৎ করবো।

Similar Posts

error: Content is protected !!