ভৈরবে প্লাটফর্ম পারাপারের সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় বাচ্চু গাজী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু গাজী চাঁদপুর সদর থানার পুরাতন বাজার এলাকার মৃত হাসিম গাজীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাচ্চু গাজী এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনারবাংলা আন্তঃনগর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, নিহতের পকেটে থাকা নোটবুক থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। চাঁদপুরে তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

সূত্র : জাগো নিউজ

Similar Posts

error: Content is protected !!