বাজিতপুরে এক মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের রাজ্জাকুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণির এক ছাত্রীকে বাজিতপুর থানার এসআই মোঃ জালাল উদ্দিনসহ একদল পুলিশ গত বুধবার সন্ধ্যায় (৩০ অক্টোবর ২০১৯) কৈলাগ রাস্তা থেকে উদ্ধার করেছেন।

জানা যায়, গত (২৯ সেপ্টেম্বর ২০১৯) ১০ম শ্রেণির ছাত্রী লিপা আক্তার (১৬) বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বাছির মিয়ার বখাটে ছেলে মিনহাজ মিয়া তাকে জোরপূর্বক মাইক্রো দিয়ে উঠিয়ে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়। এরপর থেকে স্কুলছাত্রীর পিতা-মাতা অনেক খোঁজাখুজির পর না পেয়ে বাজিতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৭(৩০) ধারায় মামলা রুজু করেন।

গত বুধবার রাতে এসআই জালাল উদ্দিন ওই স্কুলছাত্রীর ২২ ধারায় জবানবন্দি শেষে বাবার কাছে হস্তান্তর করেন। তবে স্কুলছাত্রী লিপা আক্তারের অপহরণকারী মিনহাজ মিয়াকে (১৭) পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Similar Posts

error: Content is protected !!