আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান পুষ্প (২৯) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। রোববার (৩ নভেম্বর) রাতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য নিশ্চিত করেছেন। ওইদিন দুপুরে নিকলীর মজলিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মেহেদী হাসান পুষ্প উপজেলার মজলিশপুর গ্রামের পল্লী চিকিৎসক ও উপজেলা আওয়ামীলীগ নেতা ডাঃ মির্জালীর ছেলে। তিনি কারপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন বলে জানা গেছে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান সংবাদমাধ্যমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে নিকলীর মজলিশপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান পুষ্পকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নিকলী উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত মেহেদী হাসান পুষ্প ইয়াবার ব্যবসায় করে আসছিলেন। এর আগে একাধিকবার অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। অবশেষে র্যাব ক্রেতা সেজে তাকে আটকে সফল হন।