আমাদের নিকলী ডেস্ক ।।
হাসপাতালে চিকিৎসা নিতে এসে নামাজরত আবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন হোসনে আরা (৫৫) নামে এক নারী। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ওই নারী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।
হোসনে আরার ছোট ভাই স্কুলশিক্ষক নূরুল হক সংগ্রাম জানান, তার বড় বোন হোসনে আরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি প্রতি মাসে ডাক্তার দেখানোর জন্য কটিয়াদী উপজেলা সদরের শারমিন ডায়াগনস্টিক সেন্টারে আসতেন। শুক্রবার দুপুরের দিকে ডাক্তার দেখাতে ওই হাসপাতালে আসেন। ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে নিজের নাম লেখান। তিনি ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে জোহরের নামাজ পড়ছিলেন। নামাজে সেজদারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে ডায়াগনস্টিক সেন্টারের লোকজন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারমিন ডায়াগনস্টিক সেন্টারের কর্মি হালিমা খাতুন বলেন, আমি দুপুরের খাবার খাওয়ার সময় তিনি আমার পাশেই নামাজ পড়ছিলেন। একপর্যায়ে সেজদারত অবস্থায় তার দেহ কাঁপতে থাকে। তিনি কাত হয়ে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সূত্র : জাগো নিউজ