মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের নিকলী-বাজিতপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মজিবুর রহমান মঞ্জু’র ছেলে এবং জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান উজ্জ্বল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বাজিতপুরের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল সোয়া তিনটার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নিকলী উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু শোক জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।