আমাদের নিকলী ডেস্ক ।।
দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবার লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালটি লকডাউন ঘোষণা করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নূর হোসেন।
এর আগে সোমবার নমুনা পরীক্ষা করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে। তখন ওই হাসপাতালের সব চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এতে চিকিৎসকশূন্য হয়ে পড়ে হাসপাতালটি।
এরপরই মঙ্গলবার সকাল থেকে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়। বর্তমানে এ হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও কর্মচারি কোয়ারেন্টাইনে আছেন।
সূত্র : জাগোনিউজ২৪