নেত্রকোনায় বজ্রপাতে নিহত ২

মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি ।।

নেত্রকোনার মদনে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। এছাড়া, একই সময়ে জেলার খালিয়াজুরী উপজেলা সদর ও ইছাপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের দু’টি গরু মারা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে মদনের হাওরে বোরো ধান কাটার সময় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ইয়াহিয়া (২৫) ও সেলিম মিয়ার ছেলে রায়হান মিয়া (১৩)। আহতরা হলেন, একই গ্রামের দুর্জয় মিয়া (১২) ও কুলিয়াটি গ্রামের সোহান মিয়া (২৬)।

মদন থানার ওসি রমিজুল হক জানান, গোবিন্দশ্রী গ্রামের সামনের হাওরে সকালে বৃষ্টির মধ্যে বোরো ধান কাটছিলেন গ্রামের কৃষিশ্রমিক, কৃষক ও কৃষক পরিবারের সদস্যরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

 

Similar Posts

error: Content is protected !!