আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় বজ্রপাতে ইয়াসিন মিয়া (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার গোপদিঘী ইউনিয়নের বজকপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন উপজেলার বজকপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে হাওরে ধান কাটতে যান ইয়াসিন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র : বাংলানিউজ২৪