মিঠামইনের গোপদিঘীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় বজ্রপাতে ইয়াসিন মিয়া (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার গোপদিঘী ইউনিয়নের বজকপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন উপজেলার বজকপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে হাওরে ধান কাটতে যান ইয়াসিন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!