ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ৭০ পরিবারে ত্রাণ বিতরণ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ৭০ পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ মে সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের আর্থিক সহযোগিতায় ৭০ পরিবারে সদস্যদেরকে ৩ কেজি আটা, ১ কেজি আলু, আধা কেজি লাচ্ছা সেমাই ও আধা কেজি চিনি বিতরণ করা হয়।

বিতরণকালে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেক, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, প্রধান উপদেষ্টা এম কে চৌধুরী জিন্নাহ, উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, ইমতিয়াজ আহমেদ, সাইফুল ইসলাম, জাহিদ হাসান, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান আজাহার আলী বলেন, এই প্রথমবার উপজেলা পর্যায়ে সাংবাদিকরাও করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ করেছেন। যা অত্যন্ত প্রশংসনীয়। মফস্বলের সাংবাদিকরা বিনা বেতনে কাজ করার পরও দেশের ক্রান্তিকালে ত্রাণ সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন বলেন, যেখানে একজন ভিক্ষুক তার ভিক্ষার টাকা দান করতে পারেন, সেখানে আমরা কেন নয়। তাই সিনিয়র সাংবাদিক এম এ মালেকের পরামর্শে নিজেরাই নিজ থেকে অর্থ দিয়ে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ও মাহে রমজান উপলক্ষে অসহায়, দরিদ্রদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা করেছি মাত্র।

Similar Posts

error: Content is protected !!