আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৭৫০ পিস ইয়াবাসহ হেলিম (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সোমবার (৪ মে) বিকেলে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শোভন খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের মদন নলিব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। হেলিম জেলার নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের ভাটি নানশ্রী গ্রামের মো. ওসমান গণির ছেলে।
কমান্ডার শোভন খান জানান, আটক মাদকবিক্রেতা হেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
সূত্র : বাংলানিউজ২৪