কটিয়াদী উপজেলার ব্যবসা প্রতিষ্ঠান ফের বন্ধ ঘোষণা

কটিয়াদী প্রতিনিধি ।।

কটিয়াদী উপজেলার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ৩০ মে ২০২০ (শনিবার) পর্যন্ত ফের বন্ধ ঘোষণা করেছে কটিয়াদী বাজার ও বণিক সমিতি।

১২ মে (মঙ্গলবার) কটিয়াদী উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, বণিক সমিতি এবং কটিয়াদীর সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বর্তমান করোনা পরিস্থিতির দিক বিবেচনা করে পূর্বের লকডাউন অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

১৩ মে ২০২০ (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কটিয়াদী বাজার ও বণিক সমিতি। কটিয়াদী উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Similar Posts

error: Content is protected !!