রোদারপুড্ডা সমাজকল্যাণ সংগঠনের উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

দেশে করোনা সঙ্কটে বেশিরভাগ মানুষই কর্মহীন হয়ে পড়েছে। দরিদ্র জনসাধারণের জীবনযাত্রা স্থবির হয়ে গেছে। নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রোদারপুড্ডা সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে সোমবার (১৮ মে) সন্ধ্যার পর গ্রামের দরিদ্র, হতদরিদ্র ও কর্মহীন ১০০ পরিবারকে উপহার সামগ্রী এলাকার ছাত্র সামাজের সার্বিক তত্ত্বাবধানে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল, পরিবার প্রতি ১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি ও ১ প্যাকেট সেমাই।

রোদারপুড্ডা সমাজকল্যাণ সংগঠনের ৬২ জন সদস্যের সমিতির চাঁদা ও এলাকার অনেক চাকরিজীবীদের কাছ থেকে কিছু অনুদান নিয়ে এ সব উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়।

উপহার সামগ্রী বিতরণের সময়ে সংগঠনের পক্ষে সভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শরীফ আহম্মদ ও সকল সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!