বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কৃতি সন্তান মামুনুর রশীদ নীরব পদোন্নতি পেয়ে মাদারীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে রোববার (১৭ মে ২০২০) যোগদান করেছেন। এর আগে তিনি গোপালগঞ্জে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছিলেন।
মামুনুর রশীদ নীরব প্রাথমিকে ১৯৯১ সালে ট্যালেন্টপুল বৃত্তি, ১৯৯৪ সালে ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি লাভ করেন। তিনি নিকলী গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্টার মার্কস পেয়ে মাধ্যমিক এবং তিতুমীর কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।
এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে ২০০৪ সালে স্নাতক ও ২০০৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ২০০৮ সালের ২২ মে নরসিংদীতে সহকারী জজ হিসেবে যোগদান করেন। এছাড়াও বিচার বিভাগীয় দায়িত্ব পালন করেছেন যথাক্রমে রাজশাহী, শেরপুর, গোপালগঞ্জ নাটোরে। ৯৫তম সার্ভ অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণে (বিচার, পুলিশ, প্রশাসন) তিন ক্যাডারের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। ভারতের গুজরাট ও ভূপালের ন্যাশনাল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রাজশাহী বেতার থেকে স্বরচিত গল্প স্বকণ্ঠে প্রচার, লেখালেখি ও দাবায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক পুরস্কার লাভ করেন। মাস্টার্স পড়ার সময়ে আইন সহায়তা সংস্থা ব্লাস্ট-এ ট্রেইনি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কর্মজীবনে উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষক ও আইন বিভাগের কো-অর্ডিনেটর, ঢাকা বারে আইনজীবী, শিল্প ব্যাংকে (বর্তমান বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লি.) সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শুরুর দিকে অতিথি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মামুনুর রশীদ নীরব। অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাজিউর রহমান বলেন, “শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান এবং আন্তরিক।” বিশ্ববিদ্যালয়ে আইনের সন্ধ্যাকালীন কোর্সে তার অবদান তুলে ধরে বলেন, “তিনি তার ছাত্র-ছাত্রীদের কাছে ক্লাসগুলো বাস্তবিক উদাহরণের মাধ্যমে খুব সহজ করে তুলতেন। তিনিই প্রথম এখানে ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন সিস্টেম শিক্ষা দেন।”
নিকলীর কৃতিমুখ মামুনুর রশীদ নীরবের পদোন্নতিতে নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। সেই সাথে তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছে।