নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী গোরাচাঁদ পাইলট হাই স্কুল (বর্তমানে নিকলী গোরাচাঁদ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়)-এর এসএসসি ব্যাচ ২০১০-এর উদ্যোগে ৫০০ অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণের সময় নিকলী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও সমাজসেবক মোঃ জালাল উদ্দিন ও বিভিন্ন এলাকায় বিতরণের সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও এসএসসি-২০১০ ব্যাচের রুবেল মিয়া, সুজন মির্জা, তোফাজ্জ্বল হোসেন, অমিত সাহা, বাপ্পা সাহা, রফিকুল ইসলামসহ সকল শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রী বিভিন্ন এলাকায় ভাগে ভাগে বিতরণ করা হয়।
নিকলী সদর, পূর্বগ্রাম, টিক্কলহাটি, নগর, বানিয়াহাটি, কামারহাটি, বড়হাটি, মাইজহাটি, খালিসাহাটি, পুকুরপাড়, নয়াহাটি, ষাইটধার তালাবপাড়, ষাইটধার সাহাপাড়া, গোবিন্দপুর, কুর্শা, মোহরকোনা, কুর্শা পশ্চিম পাড়া, জারইতলা, সাজনপুর, পুড্ডা, দামপাড়া, মজলিশপুর, কারপাশা, নানশ্রী, নোয়াপাড়া, কাঠাল কান্দি ও সিংপুরে বিতরণ করা হয়।
উদ্যোক্তারা এই দুঃসময়ে এলাকার মানুষের জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছেন। পাশাপাশি তারা ভবিষ্যতেও এমন করার জন্য আশা প্রকাশ করেন এবং এলাকার বিত্তশালীদেরও দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।