হাটহাজারীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

নুরুন্নবী নুর, বিশেষ সংবাদদাতা ।।

শেখ ফজিলাতুন্নেছা ছিলেন বাংলাদেশের প্রথম “ফার্স্ট লেডি” এবং প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্ত্রী। ৮ আগস্ট (শনিবার) ছিল তাঁর ৯০তম জন্মদিন। ১৯৩০ সালের এই দিনে তিনি টুঙ্গিপাড়ার গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। দিনটিকে ঘিরে সরকারি ও বেসরকারি পর্যায়ে সারাদেশে নানান কর্মসূচী পালিত হয়েছে।

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” স্লোগানকে ধারণ করে ত্যাগ ও সুন্দরের প্রতীক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের (ইউডব্লিউএও) আয়োজনে, শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও রুহুল আমিনের উপস্থিতিতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে আলোচনা পর্বে শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে অতিথিরা ঘরোয়া পরিবেশে সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনায় উঠে আসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে বঙ্গমাতার অবদানের কথা। বঙ্গবন্ধুর সকল কাজে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। আলোচনার দ্বিতীয় পর্বে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের মধ্যে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারমম্যান শারমিন আকতার মুক্তা এবং হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া। সভাপতিত্ব করেন হাটহাজারীর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা আফরোজা জেসমিন।

Similar Posts

error: Content is protected !!