সংবাদদাতা ।।
আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নিকলী জিসি পাইলট মডেল স্কুল থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নিকলীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভূইয়া। নিকলী শিল্পকলা একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে।