কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আজ বৃহস্পতিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এক কর্মশালার আয়োজন করে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রেস কাবের সভাপতি মোস্তফা কামাল। এতে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মী ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
‘প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা করি, সুস্থ বার্ধক্য গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায়, প্রবীণদের শারীরিক, মানসিক, সামাজিক স্বাস্থ্য সমস্যা ও তাদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, প্রতিটি পরিবারেই প্রবীণ সদস্যগণ বার্ধক্যে উপনীত হবার পর তাদের স্বাস্থ্যহানি ঘটার পাশাপাশি নানা রকম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হতে থাকেন। তারা এই বয়সে বিষণ্নতা ও অবসাদগ্রস্ততায় ভোগেন। এ সব কারণে তারা অনেক সময় অবজ্ঞার শিকার হন। একাকিত্ব ও নিঃসঙ্গতার কবলে পড়েন। কিন্তু আজ যারা বয়সে প্রবীণ তাদের অবদানেই প্রতিটি পরিবার ও সমাজ এগিয়েছে। কাজেই তাদের প্রতি যথাযথ সম্মান ও কর্তব্য প্রদর্শন করা উচিত।