ধামইরহাটে গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে চারা বিতরণ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ব্র্যাক গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে এবং ব্র্যাকআল্ট্রাপোওর গ্রাজুয়েশান প্রোগ্রামের তত্ত্বাবধানে বনজ, ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে।

৬ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে কমিটির অস্থায়ী কার্যালয়ে ১৮৯ সদস্যের মাঝে ৩টি করে চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক আল ফারুক রেজা, ব্র্যাক ইউপিজি শাখা ব্যাস্থাপক আব্দুর রশিদ, উপজেলা হিসাব ব্যবস্থাপক গৌতম কুমার, পিও ইউপিজি ওয়াজেদ আলী ও প্রনব কুমার, সদস্য লন পাহান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেক প্রমুখ। প্রকল্পের আওতায় আরও চারা বিতরণ করা হবে বলে ব্যাবস্থাপক আঃ রশিদ জানান।

Similar Posts

error: Content is protected !!