বিশেষ প্রতিনিধি ।।
নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের গোয়ালহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা, নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক, দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বেশ কয়েকবারের নির্বাচিত অভিভাবক সদস্য মোঃ আরব আলী মাস্টার আজ দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
তাঁর বয়স হয়েছিল ৭০। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল (২৬ সেপ্টেম্বর) শনিবার সকাল ৯টায় দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হয়ে জাতির এই বীর সন্তানের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবারের পক্ষ থেকে।
মুক্তিযোদ্ধা মোঃ আরব আলী মাস্টারের মৃত্যুতে শোক জানিয়েছে নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার।