করগাঁও স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৬ অনুষ্ঠিত হলো গতকাল সোমবার। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট দিতে আসা শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি স্কুল প্রাঙ্গন মাতিয়ে রাখে।

যে কোনো জাতীয় নির্বাচনের আদলে পরিচালিত এই নির্বাচন কার্যক্রমে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১ জন। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন ৮জন। নির্বাচিতরা হলেন : সাব্বির রাব্বি (৬ষ্ঠ শ্রেণী), ভোট পেয়েছেন ৮৪০; মোঃ সুমন মিয়া (১০ম শ্রেণী), ৬২২ ভোট; রফিকুল ইসলাম (৯ম শ্রেণী), ৫১৮ ভোট; সুরমা আক্তার (৭ম শ্রেণী), ৪৯৬ ভোট; মোঃ রাজু মিয়া (৮ম শ্রেণী), ৩৭৬ ভোট; জুঁই আহম্মেদ (৬ষ্ঠ শ্রেণী), ৪৭৭ ভোট; মোঃ ফারুক মিয়া (১০ম শ্রেণী), ৪৩৫ ভোট এবং অনার্জু আক্তার (৭ম শ্রেণী), ৩৮৫ ভোট।

এ স্কুলে মোট ভোটার ছিলেন ১৪০৯ জন। ভোট দিয়েছেন ১০২৮ জন। কাস্ট হওয়া ভোটের মধ্যে বিভিন্ন সমস্যায় ১৮টি ভোট বাতিল হয়ে যায়। বাকি ১০১০টি ভোট বৈধ হিসেবে গণ্য করা হয়।

 

ছবি ও সংবাদ : মাহফুজ আলম

ভোটারের লাইন (বাঁয়ে), একজন ভোটার ভোট দিচ্ছেন
ভোটারের লাইন (বাঁয়ে), একজন ভোটার ভোট দিচ্ছেন
তিনজন নির্বাচন কমিশনার
ভোট গণনার দৃশ্য

Similar Posts

error: Content is protected !!