ধামইরহাটে স্বেচ্ছাসেবক লীগের কর্মিসভা

ধামইরহাট উপজেলা প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাভেদ নওরোজ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, সাংগঠনিক সম্পাদক কালী শংকর চৌধুরী, তরিকুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসবক লীগের প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ লাল, পত্নীতলা উপজেলা সম্পাদক সামসুল হক, ধামইরহাট উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, শাহজাহান আলী কমল, ইমরুল কায়েস বাদল, ফজলুর রহমান, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদি হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হায়াত মোঃ তারিকুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক এহসান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যদের হাতে নতুন সদস্য মনোনয়ন ফরম বিতরণ করেন সাংসদ শহীদুজ্জামান সরকার।

Similar Posts

error: Content is protected !!