ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে “ধামইরহাট পৌরসভা”র সহকারী প্রকৌশলী এ.কে.এম তোফাজ্জল হোসেনকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে ধামইরহাট পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি দেওয়ান হাবিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী সহকারী প্রকৌশলী একে এম তোফাজ্জল হোসেনকে বিদায় সম্মাননা স্মারক তুলে দেন পৌরসভার মেয়র মো. আমিনুর রহমান।
সহকারী প্রকৌশলী একে এম তোফাজ্জল হোসেন নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ায় অতিসত্বর তিনি পদোন্নতিপ্রাপ্ত পদ নির্বাহী প্রকৌশলী হিসেবে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায় যোগদান করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আব্দুল হাকিম, আলতাব হোসেন, মাহবুব আলম বাপ্পী, আমজাদ হোসেন, ফারুক হোসেন, একরামুল হোসেন, মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা বাশার (কানন), মোসা. শাহনাজ বেগম, মোসা. মিনু আরা, নওগাঁ জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একে এম জুয়েল, পৌর সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মো. সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল মাসুম ফেরদৌস, মহিলা বিষয়ক সম্পাদিকা রাখি সুলতানা, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল, মেহেদী হাসান, রাশেদুল ইসলাম, রবিউল ইসলাম, বদিউজ্জামান সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।