ধামইরহাটে পুলিশের অভিযানে ১০টি ভারতীয় গরুসহ আটক ২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে পুলিশের অভিযানে ১০টি ভারতীয় গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। সম্প্রতি সীমান্তে বিজিবির নজরদারি ঢিলেঢালা হওয়ায় চোরাকারবারিদের দৌরাত্ম বেড়ে গেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

জানা গেছে, ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদার নেতৃত্বে এসআই আলমগীর, মোকারম হোসেন, নাজমুল হোসেন ও মাসুদ রানাসহ সংগীয় ফোর্স গোপন সংবাদের প্রেক্ষিতে ৭ অক্টোবর দুপুর আড়াইটার দিকে উত্তর চৌঘাট গ্রামের (হ্যাজাতিপাড়া) গ্রামের লাল মোহাম্মদের ছেলে গরু চোরাকারবারিদের “লিডার” আজিজুলের বাড়ি থেকে ১০টি ভারতীয় গরু উদ্ধার করে পুলিশের আভিযানিক দল। এ সময় চোরাকারবারি আজিজুলের স্ত্রী আসমা বেগম (৩৮) ও গোলাম হোসেনের ছেলে নাহিদ হোসেনকে (২২) আটক করা হয়।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ০৫, তারিখ-০৭/১০/২০২১ খ্রি.।

Similar Posts

error: Content is protected !!