ধামইরহাটে রিকের উদ্যোগে দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে বেসরকারি সংস্থা রিকের উদ্যোগে দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিশেষ দিনে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন ও সুধী মহল।

১৮ অক্টোবর দুপুর ২টায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর জোনের জয়পুরহাট এরিয়াধীন ধামইরহাট শাখায় শাখা ব্যবস্থাপক শাহ মশিউর রহমান তত্ত্বাবধানে “শেখ রাসেল দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ, দরিদ্র ও এতিম ৩০ জনের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা সহকারী সমাজসেবা অফিসার এ.টি.এম ফসিউল আলম, ধামইরহাট উপজেলা এনজিও সমন্বয়ক মোঃ মকবুল হোসেন, জগদল আদিবাসী স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক আবুল বয়ান, প্রভাষক মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, মাওলানা হাফেজ মোঃ নজরুল ইসলামসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Similar Posts

error: Content is protected !!