আজিজুল হক বিপুল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদরে শাখারিয়া জঙ্গলপাড়ায় পূর্বশত্রুতার জেরে দোকানঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
জানা যায়, মঙ্গলবার মাঝ রাতে কে বা কারা শাখারিয়া জঙ্গলপাড়া গ্রামের আফিজ উদ্দিনের দোকানে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় কয়েকজন বাড়ি ফেরার পথে আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নেভাতে সক্ষম হয়। এরপর দোকান ঘরে ঢুকে কেরোসিনের গন্ধ পান তারা।
ভুক্তভোগী আফিজ উদ্দিন এ মর্মে বগুড়া সদর থানায় করা অভিযোগে উল্লেখ করেন, পূর্ববর্তি শত্রুতার জেরে ১৯/১০/২০২১খ্রি. রাত ৮ টার দিকে তার মেয়ের বাড়ি লাহিড়িপাড়া ইউনিয়নের ডেকড়া থেকে নিজ বাড়ি শাখারিয়া আসার পথে, রাস্তার মাঝে তাকে (আফিজ উদ্দিনকে) ফরহাদ ও আহাদ মারার জন্য হুমকি প্রদান করেন। এরপর মাঝ রাতে দোকান ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে অগ্নিকাণ্ডের ঘটানো হয়েছে বলে ধারণা করেন আফিজ উদ্দিন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী তুহিন মিয়া জানান, গতরাতে মিলাদ মাহফিল ও খেলা দেখা শেষে বাড়ি ফেরার পথে আফিজ উদ্দিনের দোকানে আগুন দেখতে পাই। এরপর সকলে মিলে আগুন নেভানো হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমাদের জানা নেই।
সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন আফিজ উদ্দিন।