রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল

সংবাদদাতা ।।
রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে হাজার হাজার আলেম বিক্ষোভ মিছিল বের করেছেন। কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে মিছিলটি গতকাল শুক্রবার বাদ জুমআ ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা আজহার আলী আনোয়ার শাহ। তিনি বলেন ৯৫ শতাংশ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে এটাই স্বাভাবিক। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী একজন ধার্মিক ও মুসলিম। তাই আমরা এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল চাই ও প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার জোর দাবি জানান।

michil--------

Similar Posts

error: Content is protected !!