মহাস্থানে সাংবাদিক আব্দুল বারীর পিতার দাফন সম্পন্ন

আজিজুল হক বিপুল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ।।

মহাস্থান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল বারীর পিতা বগুড়া সদরের গোকুল সরকার পাড়ান আব্দুস ছাত্তার মন্ডল (৭৫) ব্রেন স্ট্রোক করে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে নিয়ে এলে শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর আগে তিনি স্থানীয় জামে মসজিদে দীর্ঘদিন যাবৎ মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ আছর মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজের আগে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন মরহুমের ভাতিজা ও গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ, ইউনিযন আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য আলী রেজা তোতন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আলম পিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মরহুমের ছোটভাই একেএম কাওছার আলী খোকন সরকার, মাওলানা আফসার আলী, আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান, আমিনুল ইসলাম দিপু, নাতি আব্দুল কাদের প্রমুখ।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সাধারণ সম্পাদক এস আই সুমন, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক আজিজুল হক বিপুল, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, সদস্য আবু বক্কর সিদ্দিক বাদশা, সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহী সদস্য গোলাম সারোয়ার মিলন, সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম, আলহাজ্ব রঞ্জু মিয়া, শামীম আহম্মেদ, আব্দুল মোমিন, হিরা, আবু মুসাসহ আত্মীয়-স্বজন ও এলাকার মুসল্লীবৃন্দ।

জানাযার নামাজে ইমামতি করেন গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ আমিনুর রহমান। মহাস্থান প্রেস ক্লাবের সদস্য আব্দুল বারীর পিতার মৃত্যুতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!