৪ কেজির বাক্সে অতিথিদের ছেলের বিয়ের কার্ড পাঠালেন বাবা

আমাদের নিকলী ডেস্ক ।।

ছেলেমেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার বাসনা প্রত্যেক বাবা-মায়েরই থাকে। আর কিছু না হোক, সন্তানের বিয়ে যেন অতিথিদের স্মৃতিতে থাকে! এই প্রবল বাসনা থেকে গুজরাতের এক ব্যবসায়ী যা করলেন, তা জানলে যে কোনও মানুষেরই চক্ষু চড়কগাছ হবে।

পরিজন, বন্ধুবান্ধবদের বাড়িতে ছেলের বিয়ের নিমন্ত্রণপত্র চার কেজি ২৮০ গ্রাম ওজনের একটা বাক্সে পাঠালেন গুজরাতি ব্যবসায়ী মওলেশভাই উকানি। গত ১৪ নভেম্বর তাঁর ছেলে জয় উকানির সঙ্গে সোনালবেন উকানির বিয়ে ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলেও আজও অতিথিদের আলোচনার বিষয়বস্তু ওই গোলাপী বাক্সে ভরা নিমন্ত্রণপত্র।

কী নেই ওতে!

বাক্সটি খুললেই দেখা যাবে এর মধ্যে আরও চারটি ছোট ছোট বাক্স। তাতে রয়েছে কাজুবাদাম, কাঠবাদাম, কিসমিস আর চকোলেট। আর সঙ্গে রয়েছে সাত পাতার বিয়ের কার্ড। আর ওই একটি বাক্সের দাম সাত হাজার টাকা।

আর শুধু বিয়ের কার্ডই নয়, বিবাহ অনুষ্ঠান হয়েছে উমায়েদ ভবন প্যালেসে; যা কিনা ভারতের সবচেয়ে ব্যয়বহুল হোটেলগুলির একটি। ওই হোটেলে প্রতি রাতের জন্য খরচ হয় ২-৩ লক্ষ টাকা। যেখানে খাবারের প্লেটপ্রতি খরচ ১৮ হাজার টাকা!

 

সূত্র : আনন্দবাজার

Similar Posts

error: Content is protected !!