কিশোরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে ফারুক মিয়া (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি খালে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে ফারুক। সে স্থানীয় সুতারপাড়া দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার হেফজ শ্রেণিতে পড়ত।

সুতারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে ঘাগড়া মাদ্রাসার তিন ছাত্রের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরেক ছাত্র।

Similar Posts

error: Content is protected !!