কিশোরগঞ্জে সাহিত্যের মুক্ত আড্ডা

সংবাদদাতা ।।

ঋদ্ধ প্রাণের কল্লোলে মিলিত হয়ে কিশোরগঞ্জ শহরের টিনপট্টিস্থ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কার্যালয়ে (সাকিব প্লাজা, ২য় তলা) ১ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হলো সাহিত্যের মুক্ত আড্ডা।

তারুণ্যকে বুকে ধারণ করে সাহিত্যের এ মুক্ত আড্ডায় স্বরচিত লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন একঝাঁক তরুণ-তরুণী ঋদ্ধ সাহিত্যিক। লেখা পাঠ ছাড়াও লেখালেখি নিয়ে মুক্ত ভাবনা বিনিময় ছিলো আড্ডার উল্লেখযোগ্য অনুষঙ্গ।
kishor-sahitto-adda
লেখা পাঠে অংশগ্রহণ করেন মো. মাহবুব আলম, মোস্তফা মিয়া, তামীম চৌধুরী, বিপুল মেহেদী, তাহমিনা সুলতানা রত্না, মেহেরুনন্নেছা ভূঁইয়া, লিয়া মল্লিক, অপু সাহা, তন্ময় আলমগীর প্রমুখ।

নিজের লেখা পাঠের পাশাপাশি পঠিত অন্যান্য লেখা নিয়ে আলোচনা করেন আহমেদ তানভীর, আমিনুল ইসলাম সেলিম, অনিন্দ্য আসিফ, শহিদুল ইসলাম ফারুক, বিজন কান্তি বণিক প্রমুখ।

উল্লেখ্য, প্রতি শুক্রবারেই সমমনা সংস্কৃতিকর্মী ও সাহিত্যিকদের অংশগ্রহণে সাহিত্যের মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়ে আসছে।

Similar Posts

error: Content is protected !!