সংবাদদাতা ।।
অষ্টগ্রাম সদর ইউনিয়নের কলাপাড়া নামা এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৩১ মার্চ বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : উপজেলার সদর ইউনিয়নের কারবালাহাটি এলাকার দুদু মিয়ার ছেলে সালু মিয়া (৩৫) ও একই ইউনিয়নের বর্ধমানপাড়ার মৃত আবু তাহেরের ছেলে শহীদ মিয়া (৪৩)।
জানা যায়, সালু ও দুদু নামে ওই দুই কৃষক বিকেলে কাজ শেষে হাওর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় কলাপাড়ার নামা এলাকায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসীন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।