সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ শহরে প্রাইমারি স্কুল শিক্ষিকা আতিয়া জাহান মৌ হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। শুক্রবার ১ এপ্রিল সকালে সদর থানার অদূরে কালিবাড়ি সড়কে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব ও বক্তৃতা দেন নিহতের মা রওশন আরা কবিতা, ভাই কামরুল হাসান অনিক, বোন আফরিন আরা সামিরা, খালা মমতাজ আরা, এলাকাবাসী কাউসার আহমেদ লিঙ্কন, আবুল বাশার সরকার, রাসেল মিয়া প্রমুখ। বক্তৃতায় আতিয়ার মা, ভাই, বোন কান্নায় ভেঙ্গে পড়েন। তারা প্রধানমন্ত্রীর কাছে আতিয়া হত্যার বিচার দাবি করেন। আতিয়ার বোন এসএসসি ফল প্রার্থী সামিরা তার বক্তৃতায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা আর মরতে চাই না। আমরা বাঁচতে চাই। জীবিত আতিয়া ও জীবিত তনুদের প্রধানমন্ত্রী বাঁচান।