এখন ঝড়-বাদলের সময়। তাই বজ্রপাত হবে এটাই স্বাভাবিক। আমাদের হাওর এলাকায় বিপুল বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষিকাজে, মৎস্য আহরণে বা পশু পালনে নিয়োজিত থাকেন অনেকেই। কিছুদিন আগেই মর্মান্তিক বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটেছে নিকলীতে। একটু সচেতনতা অবলম্বন করলেই প্রাকৃতিক এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব।
# ভয় পাবেন না, বরং মাথা ঠাণ্ডা রাখুন।
# আশেপাশে কোনো উঁচু/বড় গাছ থাকলে, তার কাছ থেকে দূরে চলে যান।
# বিদ্যুতের খুটি, মোবাইল কোম্পানির টাওয়ার এসব থেকে দূরে থাকুন।
# আশ্রয় নেয়ার জন্য মাথার উপরে ছাদ আছে, এমন জায়গা নির্বাচন করুন।
# যদি সম্ভব হয় তবে টিনের ছাদ/চাল এড়িয়ে চলুন।
# যদি গাড়ির ভেতরে থাকেন তবে ধাতব বডির সাথে শরীরের সংস্পর্শ এড়িয়ে চলুন।
# যদি ঘরের ভেতরে থাকুন আর বাইরে ঘন ঘন বজ্রপাত হয় ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, করডলেস ফোন এমনকি ল্যান্ড ফোনও না ব্যবহার করাই ভালো।
# আশেপাশে যদি নদী, পুকুর বা অন্য কোনো ধরনের জলাশয় থেকে থাকে তবে সাবধানে দ্রুত দূরে চলে যান।
বজ্রপাতের ভয়াবহতা থেকে নিজে বাঁচুন ও অন্যদের বাঁচাতে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। পারস্পরিক সহযোগিতায় হয়তো বেঁচে যাবে আমাদের কোনো স্বজন।
অনুপম মাহমুদ
সমাজ কর্মী
কারিগরি সমন্বয়কারী, হাওর কৃষক ও মৎস্য শ্রমিক জোট
facebook/HFFABD