সংবাদদাতা ।।
বর্ণাঢ্য আয়োজনে আজ ৬ এপ্রিল বুধবার নিকলী জিসি পাইলট মডেল স্কুলের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিকলীর বর্ষীয়ান ব্যক্তিত্ব কারার গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ ইসহাক ভূইয়া, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, ভাইস চেয়ারম্যান ডাঃ আফতাব উদ্দিন মোল্লা, নিকলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিব, একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল জব্বার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন স্কুলের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ। শেষে খেলায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।