জেলা মুক্তিযোদ্ধা সন্তান বহুমুখী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান বহুমুখী কল্যাণ সমিতির জরুরি সাধারণ সভা সংগঠনের কার্যালয়ে গত মঙ্গলবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ সারওয়ার জাহান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম। সভায় জামুকা পরিচালক (এস্টেট ও কল্যাণ) স্বাক্ষরিত পত্রে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান (বহুমুখী) কল্যাণ সমিতিকে জাতীয়ভিত্তিক সংগঠন রূপে সমগ্র বাংলাদেশে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের (বহুমুখী) কল্যাণে কাজ করার নীতিগত সিদ্ধান্ত প্রদান করায় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সভায় অদ্য হতে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান বহুমুখী কল্যাণ সমিতির নাম পরিবর্তন করে “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ” নামে সমগ্র বাংলাদেশে পরিচিতি করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়াও এ নামে সংগঠনের জেলা কার্যালয় ও উপজেলা কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সদস্যদের শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র সাভার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পে সাংগঠনিক নেতৃত্ব ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে আমন্ত্রণ পাওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক সেলিমের আলোচনাক্রমে সংগঠনের ত্রৈমাসিক পরিকল্পনা বাস্তবায়নে তিন সদস্যবিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটির সদস্যরা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ওয়াহেদুজ্জামান নওশাহ, সাবেক সেনা কর্মকর্তা মোঃ হিমেল আহম্মেদ খাঁন, সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান মিঠু। সভায় দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত সদস্যগণের নাম তালিকা থেকে বাদ দেয়ার প্রস্তাবসহ নতুন ৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

kishoregonj_mukti

Similar Posts

error: Content is protected !!