মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা ।।
বৃহস্পতিবার চলে গেল ১লা বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ। নানা আয়োজনে ও ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন আরেকটি বছরকে বরণ করে নিল বাজিতপুরবাসী। বাঙ্গালী জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে সারাদিনব্যাপী ছিল বাংলার চিরায়ত সংস্কৃতির সৃষ্টিশীল সব আয়োজন। নতুন বছরকে বরণ করে নিতে বাজিতপুর, সরারচর ও আগরপুরে বৈশাখী মেলাসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো ব্যাপক আয়োজন করে। এর মধ্যে সরারচরের বেকী চন্দ্রগ্রামে বাঙ্গালী জাতি সত্ত্বার জাতীয় খেলা হা-ডু-ডু, সরারচর হার্টিকালচার সেন্টার/বিমানবন্দরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। বাজিতপুরে যুবলীগ আয়োজিত বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর। এছাড়াও আগরপুর জি.সি উচ্চ বিদ্যালয়ের মাঠে রামদী ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বিশাল বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
নানা আয়োজনে নতুন বছরকে বরণ করল বাজিতপুর
