খালিয়াজুরীতে বৃত্তির সেরা রেজাল্ট কৃষ্ণপুর বিদ্যালয়ের

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।

ভাটির শিক্ষা গ্রাম হিসেবে পরিচিত নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর। উক্ত গ্রামে রয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ, আলিম মাদ্রাসা, দুটি মাধ্যমিক স্কুল, তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডার গার্টেন স্কুলসহ এনজিও কর্তৃক পরিচালিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এবার প্রাথমিক বৃত্তিতে সেরা ফলাফল করেছে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটি টেলেন্টপুল বৃত্তিসহ চারটি সাধারণ বৃত্তি পেয়েছে অত্র প্রতিষ্ঠান থেকে।

বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে : জেনিফা (টেলেন্টপুল), তোফায়েল, সৈয়দা তাহমিনা, লবন্য জামান, ফারহানা জামান (সাধারণ)। স্কুলের শিক্ষিকা নাহিন আক্তার জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাসসহ ৫/৬ টি বৃত্তি পেয়ে থাকে। বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীগণ উচ্চশিক্ষিত, তারুণ্যদীপ্ত ও মেধাসম্পন্ন। অত্যন্ত নিরলসভাবে আধুনিক পব্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকেন। বিদ্যালয়ের তরুণ শিক্ষক আফজাল হোসাইন বলেন- সরকার তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে পাঠকে আনন্দ দায়ক, বোধগম্য করে তুলে আরো ভালো ফলাফল করা সম্ভব।তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলী হয়ে কিশোরগঞ্জ চলে যাওয়ায় পদটি খালি রয়েছে। এতে বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া সহ দৈনন্দিন কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে জানান। শিক্ষক মন্ডলীগন অনতিবিলম্বে পদটি পূরনের জোর দাবী জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!