খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচীর আওতায় আজ হয়ে গেল আন্তর্জাতিক বই দিবস। নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলার শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয় দিবসটি অত্যন্ত আনন্দ-উৎসবমুখর পরিবেশে পালন করে। এবারের বই দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস ও বই পড়ায় আগ্রহী হিসেবে গড়ে তোলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন কুমার জানান, ম্যানেজিং কমিটি, ডিআরএইচ ইউজার কমিটির সদস্য ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০টায় বর্নাঢ্য র্যালি বের হয়। কবিতা আবৃত্তি ও বই দিবসের তাৎপর্য নিয়ে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।