শালদীঘা জি.জি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক বই দিবস পালিত

nikli shaldiga boi utsob

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচীর আওতায় আজ হয়ে গেল আন্তর্জাতিক বই দিবস। নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলার শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয় দিবসটি অত্যন্ত আনন্দ-উৎসবমুখর পরিবেশে পালন করে। এবারের বই দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস ও বই পড়ায় আগ্রহী হিসেবে গড়ে তোলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন কুমার জানান, ম্যানেজিং কমিটি, ডিআরএইচ ইউজার কমিটির সদস্য ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০টায় বর্নাঢ্য র‌্যালি বের হয়। কবিতা আবৃত্তি ও বই দিবসের তাৎপর্য নিয়ে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

nikli shaldiga boi utsob

Similar Posts

error: Content is protected !!