সংবাদদাতা ।।
নিকলী উপজেলার মানুষের কাছে একটা কথা প্রায়ই শোনা যায়, “এখানের বিদ্যুৎ যেতে দেখি না, কারণ আসেই না”। প্রকৃত অর্থে এই জনপদে বিদ্যুৎ প্রতি ২৪ ঘণ্টায় ৪ ঘণ্টা পাওয়াটাও দুষ্কর। শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন হচ্ছে, নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে সংরক্ষিত জিনিসপত্র নষ্ট হচ্ছে, বিদ্যুৎনির্ভর উৎপাদনমুখী কিছু প্রতিষ্ঠান প্রায় বন্ধের উপক্রম। ব্যবহার করা যাচ্ছে না যোগাযোগের অতিগুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল। প্রয়োজনে ফোন করে কারো সাথে খবরাখবর জানা যাচ্ছে না; বিদ্যুতের অভাবে চার্জ দেয়া সম্ভব না হওয়ায় মোবাইল বন্ধ থাকে।
এমন নানান সমস্যায় জর্জরিত এলাকাবাসীর “নিরবিচ্ছিন্ন বিদ্যুতের” দাবিতে আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির। সকাল ১০টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে সকল স্তরের মানুষকে উপস্থিত থেকে সামাজিক এই আন্দোলনকে এগিয়ে নেয়ার জন্য সমবেত হতে নিকলী সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
নিকলী সচেতন নাগরিক সমাজের উদ্যোক্তারা জানিয়েছেন, এখন এইচএসসি পরীক্ষা চলছে। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারছে না। গরমের সময়ে ফ্যান চালাতে না পেরে রাতে ঘুমানো পর্যন্ত যাচ্ছে না। অন্ধকারের সুবিধা নিয়ে রাতের বেলায় এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে। অফিস-আদালতে অনেক কার্যক্রম এখন অনলাইনে করা হয়। অফিসিয়াল ড্রাফট থেকে শুরু করে অনেক নথি তৈরি করতে হয় কম্পিউটার ব্যবহার করে। ব্যাংকের লেনদেনের হিসাব রাখা হয় অনলাইনে কম্পিউটার ব্যবহার করে। সব কাজেই এখন বিদ্যুৎ অপরিহার্য। অথচ নিকলীতে বিদ্যুৎই থাকে না। আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন করবো। আশা করি কর্তৃপক্ষ আমাদের এই ন্যায্য দাবিতে সাড়া দিয়ে এলাকাবাসীর কষ্ট লাঘবে সহায়ক হবেন।