খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
গত ২২ মার্চ ২০১৬ অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার ছয়টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারমানরা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনোয়র হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মতিন, পুলিশ সুপার নেত্রকোনা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিয়াজুরী।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন : ১নং মেন্দিপুর ইউপি মোঃ লোকমান হেকিম, ২নং চাকুয়া আবুল কালাম আজাদ, ৩নং খালিয়াজুরী মোঃ ছানোয়ারুজ্জামান তালুকদার (জোসেফ), ৪ নং নগর বাবু হরিধন সরকার, ৫ নং কৃষ্ণপর উপাধ্যক্ষ নাজিম উদ্দিন সরকার, ৬নং গাজীপুর মোঃ আতাউর রহমান। শপথ গ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যনরা জনগণের সেবায় আত্মনিয়োগ করার অঙ্গীকার করেন।