পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৯টি ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে আগামি ৪ জুন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দেশের সর্ববৃহৎ দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ (নৌকা) ও বিএনপি (ধানের শীষ) মার্কার ব্যানারে নির্বাচনের জন্য মনোনয়ন চূড়ান্ত করেছে।
আওয়ামীলীগের প্রার্থী হলেন যারা :
বিএনপির প্রার্থী হলেন যারা :
জাংগালিয়া : ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকার শামীম আহমেদ। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুব দলের সাবেক সভাপতি মো. তৌফিকুল ইসলাম তৌফিক।
চরফরাদী : ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগ নেতা মো. আবদুল মান্নান। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব, পাকুন্দিয়া কলেজের সাবেক ভিপি মো. কামাল উদ্দিন কামাল।
এগারসিন্দুর : ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ নূরুজ্জামান বাবু। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. বজলুল করিম বাবুল।
বুরুদিয়া : ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. মোস্তফা কামাল আকন্দ। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মো. আছাদুজ্জামান আসাদ।
পাটুয়াভাঙ্গা : ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরফান উদ্দিন।
হোসেন্দী : ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন মো. রফিকুল হক টিটু। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মো. মোফাজ্জল হক মিটন।
নারান্দী : ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাকুন্দিয়া কলেজের সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম শফিক। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম খোকন।
সুখিয়া : ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হামিদ টিটু। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ কাজল।
চন্ডিপাশা : ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. মঈন উদ্দিন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সারোয়ার আলম বরকত।
উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বেশিরভাগ প্রার্থীই বিএনপি থেকে জয়লাভ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কিন্তু তিনি সরকারদলীয় প্রার্থীদের কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও লুটপাটের আশংকা রয়েছে বলে মনে করেন।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু জানান, ওয়ার্ড কমিটির ভোটের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ৯টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীই জয়লাভ করবেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এতে আগামী ১০ মে মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ, ১১ ও ১২ মে যাচাই-বাছাই, ১৯ মে প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দের দিন ধার্য্য করা করা হয়েছে। ৯টি ইউনিয়নে মোট ১ লাখ ৫৬ হাজার ৯শ ৬৩ জন ভোটারের মধ্যে আগামি ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।