মহাস্থান (বগুড়া) সংবাদদাতা ।।
বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে সোমবার রাত ৯টায় বগুড়া শহরের বাদুতলা অফিসে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়ার শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, মহাস্থান ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি খাইরুল ইসলাম খাজা, শান্না মোল্লা, সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, রেজাউল করিম, সানোয়ার হোসেন, ফটু মিয়া, সোহেল রানা, আসাদুল হক, শফিক, মন্টু মিয়াসহ সদস্যবৃন্দ। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দেশ ও জনগণের কল্যাণে পরিবহন মালিকদের কাজ করতে হবে। শ্রমিক মালিক সম্পর্ক সুদৃঢ় করে সংগঠন পরিচালনা করতে হবে। দেশের উন্নয়নে পরিবহন মালিক ও শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাধারণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দদের বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।
বগুড়া জেলা নবনির্বাচিত ট্রাক মালিক সমিতিকে ফুলেল শুভেচ্ছা
