হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হোসেনপুরে আকস্মিক বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছে। জানা যায়, আজ বৃহস্পতিবার ১২ মে দুপুরে মুষলধারে বৃষ্টির সময় উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের মোঃ রহমত আলীর ছেলে স্থানীয় ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র শুভ মিয়া (১৭) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।