নিজস্ব প্রতিবেদক ।।
ইটনার কাটিয়ার কান্দা হাওরে গতকাল ১৩ মে শুক্রবার ঝড়ের কবলে নৌকাডুবিতে একই পরিবারের ৩ জন নিখোঁজ ছিলেন। এর মধ্যে ২ জনের লাশ উদ্ধার হয়েছে।
এলাকাবাসী জানায়, ইটনা উপজেলার জয়সিদ্ধি এলাকার একই পরিবারের ৬ জন যাত্রী নিয়ে ইন্জিনচালিত নৌকা নিয়ে প্রজারকান্দা কবিরাজের বাড়িতে চিকিৎসা করতে গিয়েছিলেন। ফেরার পথে কাটিয়ার কান্দা হাওরে আসার পর ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা ৩ জন সাঁতরে উঠে গেলেও অপর ৩ জন নিখোঁজ হয়ে যায়। আজ শনিবার সকালে উদ্ধার করা হয় হাজেরা খাতুন (৭০) ও তার নাতি ওয়াসেত-এর লাশ। জামাতা হযরত আলী (৩২) এখনো নিখোঁজ রয়েছেন।
ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হযরত আলীর মরদেহ এখনও পাওয়া যায়নি।