ইটনার হাওরে নৌকাডুবিতে নিখোজ ২জনের লাশ উদ্ধার

itna boat nikli

নিজস্ব প্রতিবেদক ।।
ইটনার কাটিয়ার কান্দা হাওরে গতকাল ১৩ মে শুক্রবার ঝড়ের কবলে নৌকাডুবিতে একই পরিবারের ৩ জন নিখোঁজ ছিলেন। এর মধ্যে ২ জনের লাশ উদ্ধার হয়েছে।

এলাকাবাসী জানায়, ইটনা উপজেলার জয়সিদ্ধি এলাকার একই পরিবারের ৬ জন যাত্রী নিয়ে ইন্জিনচালিত নৌকা নিয়ে প্রজারকান্দা কবিরাজের বাড়িতে চিকিৎসা করতে গিয়েছিলেন। ফেরার পথে কাটিয়ার কান্দা হাওরে আসার পর ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা ৩ জন সাঁতরে উঠে গেলেও অপর ৩ জন নিখোঁজ হয়ে যায়। আজ শনিবার সকালে উদ্ধার করা হয় হাজেরা খাতুন (৭০) ও তার নাতি ওয়াসেত-এর লাশ। জামাতা হযরত আলী (৩২) এখনো নিখোঁজ রয়েছেন।

ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হযরত আলীর মরদেহ এখনও পাওয়া যায়নি।

Similar Posts

error: Content is protected !!